মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলানগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মাওলানা মামুনুল হক আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন। এ সময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জামায়াতসহ ৮ দলের নির্বাচনী সমঝোতা প্রক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসও অংশগ্রহণ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।