ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার নিশ্চয়তা পাওয়ার পর এবার নিজের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীকও পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আসন্ন নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক সংগ্রহ করেন ডা. তাসনিম জারা। পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা সংবাদমাধ্যমকে বলেন, “গত কয়েকদিন ধরে ঢাকা-৯ আসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার অনেক মানুষই জানতে চেয়েছেন—নির্বাচনে আমার প্রতীক কী হবে। তারা জানতে চাইছিলেন, ব্যালট পেপারে কোন মার্কায় আমাকে দেখতে পাবেন। আজ সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর পাওয়া গেল।”
তিনি আরও বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আগামীকাল থেকেই আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু হবে। আমরা যে ধরনের রাজনীতি সামনে দেখতে চাই—স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি—তার ভিত্তিতেই আমাদের প্রচারণা পরিচালিত হবে।”
এ সময় তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।