মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট প্রকট:রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৪:৩১

সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেড় বছরের দায়িত্ব পালনেও দেশে নানা সংকট প্রকট হয়েছে। কর্মসংস্থান কমে গেছে, কলকারখানা বন্ধ হচ্ছে, অথচ সরকারের কোনো জবাবদিহিতা নেই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নির্বাচিত সরকার থাকলে প্রতিটি ব্যর্থতার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হতো। তাই আমাদের একমাত্র লক্ষ্য হলো আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের ঢিলেঢালা অবস্থান অত্যন্ত দুঃখজনক। এছাড়া, নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়েও সংশয় প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। তাই এবার মানুষ চায় নির্ভয়ে ভোট দিতে এবং নির্বাচন কমিশনকে এ নিশ্চয়তা দিতে হবে।

রিজভী আরও বলেন, বিগত দিনে যেভাবে জনগণের ভোটাধিকার হরণ হয়েছে, তা শুধুমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।

এরপর তিনি সদর উপজেলার পৌরসভা অডিটোরিয়ামেও একই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন। জাজিরা ও সদর উপজেলায় আয়োজিত দুইটি ক্যাম্পে ঢাকা থেকে আগত প্রায় শতাধিক চিকিৎসক পাঁচ হাজারেরও বেশি সেবা প্রত্যাশী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top