জামায়াতে ইসলামী প্রার্থী
নুরুল ইসলামের নির্বাচনি প্রচারণা শুরু জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মধ্য দিয়ে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৩:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
সকালেই তিনি জুলাই যোদ্ধা শহীদ মো. আব্দুল গণি শেখের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
কবর জিয়ারতের পর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, “জুলাই যোদ্ধা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তাদের আদর্শ ও চেতনা ধারণ করেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা তার নির্বাচনি প্রতিশ্রুতির মূল অংশ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।