শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২

ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, একদল হামলাকারী ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের একপর্যায়ে ভবনের চার ও পাঁচ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

টেলিভিশনের লাইভ ফুটেজে দেখা যায়, ভবনের ভেতরে বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ভাঙাচোরা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। উল্লেখ্য, ছায়ানট ভবনে শিশুদের জন্য বিদ্যালয়সহ নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন,
“ভাঙচুরের পর ভবনের চার ও পাঁচ তলায় আগুন দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হামলাকারীদের সরিয়ে দেয় বলেও জানান তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top