শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০২

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। হাইকমিশন ফেসবুকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে এবং প্রবাসীদের সিঙ্গাপুরের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, শহীদ হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের The Angullia Mosque-এ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে তার জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে।

শহীদ হাদি সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ছিলেন এবং ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন।

হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ঢাকায় শহীদ হাদিকে নিয়ে আসার জন্য বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ বিকেল ৩:৫০ মিনিটে রওনা হবে, এবং সন্ধ্যা ৬:০৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করার সম্ভাবনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top