শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, হামলাকারী এখনো অজানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১১:৫২

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনে উড়ালসড়ক থেকে ছোঁড়া ককটেলে সিয়াম মজুমদার (২১) নিহত হওয়ার নয় দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও তার ঘটনার সঙ্গে জড়িত থাকা এখনো যাচাই করা হচ্ছে। ঘটনার পর থেকে আশপাশের কয়েকশ’ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে, তবে এখন পর্যন্ত হামলাকারীর কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনা ঘটেছিল ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে। সিয়াম গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। তিনি নিউ ইস্কাটনের একটি মোটরকার ডেকোরেশন দোকানের কর্মী ছিলেন। তার সহকর্মী প্রত্যক্ষদর্শী হলেও ককটেলটি কোন দিক থেকে ছোঁড়া হয়েছিল তা নিশ্চিত করতে পারেননি।

নিহতের বাবা আলী আকবর মজুমদার হাতিরঝিল থানায় হত্যা মামলা করেছেন। র‌্যাব একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে, ব্যালেস্টিক পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিয়াম ও তার ভাই চার বছর আগে খুলনা থেকে ঢাকায় এসে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করেছিলেন। পরিবারের আর্থিক অবস্থা সংকটে বাবা-মাও ঢাকায় চলে আসেন। বর্তমানে পরিবারটি সিয়ামের মৃত্যুর পর চরম বিপর্যয়ের মুখে পড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top