শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাইরে বের হওয়ার আগে জেনে নিন: শনিবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

প্রতিদিনের প্রয়োজনেই আমাদের বাইরে বের হয়ে কেনাকাটা করতে হয়। তবে অনেক সময় গন্তব্যে পৌঁছে দেখা যায়—সংশ্লিষ্ট মার্কেট বা দোকানপাট বন্ধ। এতে কাজ তো হয়ই না, বরং সময় ও শ্রম নষ্ট হয়। তাই বাইরে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি রাজধানীর কোন কোন এলাকা ও মার্কেট শনিবার (১৭ জানুয়ারি) বন্ধ থাকবে।

শনিবার বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারীবাজার।

শনিবার বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকানপাট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানসন।

সংশ্লিষ্ট এলাকায় যাতায়াত বা কেনাকাটার পরিকল্পনা থাকলে ভোগান্তি এড়াতে আগেই বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top