ঈদে মিলাদুন্নবী: আলেম ও ঐতিহাসিকদের মতামত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

ঈদে মিলাদুন্নবী—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন। আজ বিশ্বের অনেক মুসলিম দেশে পালিত হলেও, আলেমদের মতে এ রকম উৎসব রাসূল সা. বা সাহাবিদের আমলে ছিল না। তাই অনেকে একে বেদআত বলেছেন।
ঐতিহাসিকদের মধ্যেও জন্মতারিখ নিয়ে মতভেদ রয়েছে। কারও মতে তারিখ নির্দিষ্ট নয়, শুধু সোমবারে জন্ম হয়েছে এটুকুই জানা। কেউ বলেছেন—মুহাররম বা সফর মাসে। আবার অনেকে বলেছেন—রবিউল আউয়ালের ২, ৮, ১০ কিংবা ১২ তারিখে।
সবচেয়ে বেশি প্রচলিত মত হলো ১২ রবিউল আউয়াল। তবে প্রখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক এই মতটি সনদ ছাড়াই উল্লেখ করায় অনেক গবেষক একে দুর্বল বলেছেন। অর্থাৎ, মহানবীর সঠিক জন্মতারিখ নিয়ে মতবিরোধ এখনো রয়ে গেছে। তবে তিনি যে দিনই জন্ম নিয়ে থাকুন—তার আগমনই মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ রহমত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।