রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

শুভ মহালয়া আজ, চণ্ডীপাঠে দেবী আবাহন, দেবীপক্ষের শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আজ শুভ মহালয়া, দেবীপক্ষের শুরু। প্রতি বছর এই দিনে বাঙালি হিন্দুরা চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানায়। আজ থেকেই শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা, যা মূলত দেবী দুর্গার আগমনের প্রস্তুতি পর্ব।

সনাতন বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিনে দেব-দেবীরা দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। ভক্তরা ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ করেন এবং প্রয়াত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন।

এ বছর দেবী দুর্গা হাতিতে চড়ে পৃথিবীতে আসবেন, যা সমৃদ্ধি ও শস্যপূর্ণতার ইঙ্গিত। দেবী দোলায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন, যার ফলস্বরূপ প্রাকৃতিক দুর্যোগ ও রোগ-মহামারি বাড়ার আশঙ্কা রয়েছে।

মহালয়ার সাত দিন পর আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী ও কুমারীপূজা, ১ অক্টোবর মহানবমী এবং সবশেষে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই পাঁচ দিনের উৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গতবারের চেয়ে ১ হাজার ১১৯টি বেশি। রাজধানীতে পূজা হবে ২৫৮টি মণ্ডপে।

মহালয়া উপলক্ষে আজ ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বনানী মাঠের পূজামণ্ডপ, রামকৃষ্ণ মিশন ও অন্যান্য স্থানে চণ্ডীপাঠ, ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top