ইসলামিক স্কলারদের মতে, ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন হারাম
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭
খ্রিস্টীয় নববর্ষের পূর্বরাত বা ডিসেম্বরের ৩১ তারিখের রাতকে ‘থার্টি ফার্স্ট নাইট’ হিসেবে উদযাপিত করা ইসলামী শাস্ত্রে হারাম হিসেবে বিবেচিত। মুসলিম স্কলাররা বলছেন, অন্য ধর্মীয় উৎসব ও সংস্কৃতি মুসলমানদের জন্য অনুসরণীয় নয়।
ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ জুমার একটি আলোচনা সভায় বলেন, মানুষের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, ‘থার্টি ফার্স্ট নাইট’ মূলত প্রাচীন পারস্য ও রোমান সম্রাটদের সংস্কৃতি থেকে উদ্ভূত, যা ইসলামের বিধান অনুযায়ী অনুশীলনযোগ্য নয়। তিনি বলেন, “বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়ানো মুসলিমদের জন্য গ্রহণযোগ্য নয়। কোনো উৎসব পালন কেবল তখন বৈধ, যখন তা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হয়।”
শায়খ আহমাদুল্লাহ সতর্ক করেন, নতুন বছর উদযাপনের নামে আতশবাজি, ফানুস ও নেশাজাতীয় কর্মকাণ্ডে বিপুল অর্থ অপচয় হয়। এছাড়া উচ্চ শব্দজনিত দূষণ বৃদ্ধ, শিশু ও অসুস্থদের জন্য বিপজ্জনক। ফানুস ও আতশবাজির কারণে দগ্ধ হওয়ার ঘটনা, শৈশবের ঝুঁকি ও নাগরিক শান্তির ক্ষতি ঘটে। তিনি বললেন, এটি তরুণদের নৈতিকভাবে দুর্বল ও ভোগবাদী পথে ঠেলে দেয়।
তিনি মুসলিমদের জন্য পরামর্শ দিয়েছেন, নতুন বছরকে উদযাপনের পরিবর্তে বিগত বছরের গুনাহের জন্য তওবা করা এবং আগামীর নেক পরিকল্পনা করা উচিত। শায়খ আহমাদুল্লাহ বলেন, “নতুন বছরের আগমন জীবন থেকে এক বছরের ক্ষয়কে নির্দেশ করে। তাই এই রাতটি নেশা ও উন্মাদনায় ব্যয় না করে, আল্লাহর সন্তুষ্টির পথে জীবনকে পরিচালনা করার সুযোগ হিসেবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।