করোনায় আক্রান্ত মুমিনুল দম্পতি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৮:২২

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনার থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেউ। এবার করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও তার সহধর্মীনি ফারিহা। এ খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ জানান, করোনার উপসর্গ দেখা দিলে সোমবার নমুনা পরীক্ষা করান মুমিনুল। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। মুমিনুল করোনা পজেটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, মুমিনুলের স্ত্রী ফারিহাও করোনায় আক্রান্ত।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top