ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল

রাজিউর রেহমান | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩, ০৬:২৮

গ্যারেথ বেল

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই তারকা বর্তমানে খেলছিলেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস এফসিতে। মেজর লিগের দলটির সঙ্গে চুক্তির মাঝপথে হঠাৎ করেই সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েলস জাতীয় দলের  হয়ে সর্ব্বোচ্চ গোলদাতা বেল।

এরআগে, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েলসের বিদায় নেওয়ার পর আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বেলস। তবে এর মাঝেই হুট করে সোমবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে অবসরের ঘোষণা জানিয়ে একটি পোস্ট দেন বেল।

আরও খবর>>>যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির খবর ডাহা মিথ্যা কথা

সেই পোস্টে বেল বলেন, বেশ চিন্তাভাবনা করেই আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলাম। যে খেলাকে ভালোবাসি সেই খেলা খেলে আমার স্বপ্ন পূরণ করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করি। ফুটবল আমার জীবনে সেরা কিছু মুহূর্ত এনে দিয়েছে। ১৭ মৌসুম ধরে যা হয়েছে, তা পুনরাবৃত্তি করা অসম্ভব, পরের অধ্যায়ে আমার জন্য কী আছে সেটা কোনও ব্যাপার নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেল লেখেন- হে আমার ওয়েলস পরিবার, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ছিল। এই দেশ এবং দলের অংশ হওয়া আমার কাছে কী বোঝায় তা আমি কীভাবে বর্ণনা করব? এটি আমার জীবনে যে প্রভাব ফেলেছে তা আমি কীভাবে প্রকাশ করব?

প্রতিবার আমি যে ওয়েলস জার্সি পরিধান করেছি, আমি যেভাবে অনুভব করেছি। সেভাবে আমি কীভাবে কথা বলব? আমার উত্তর হল যে আমি সম্ভবত এই জিনিসগুলির কোনওটিই সঠিক বিচার করতে পারিনি, কেবল শব্দের সাথে। এর কিছুক্ষণ আগেই পৃথক এক পোস্টে ক্লাব ফুটবল থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি।

ফুটবল জীবনে গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, চারবার ক্লাব বিশ্বকাপ, তিনবার লা-লিগা শিরোপাসহ মোট ১৯টি শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে ২০০৬ সালে অভিষেকের পরে ১১১ ম্যাচ খেলে ৪১ গোল করেন এই তারকা।

এদিকে, লস অ্যাঞ্জেলস এফসি বেলকে উৎসর্গ করে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছে। তারা লিখেছে, সবসময় একজন চ্যাম্পিয়ন, সবসময় একজন কিংবদন্তি, সব সময়ের দামি। ঐতিহাসিক এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন গ্যারেথ।

সাউদাম্পটনে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় বেলের। টটেনহ্যামে ছয় বছর কাটিয়ে ২০১৩ সালে সাড়ে ৮ কোটি পাউন্ড ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালেই ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ঘরোয়া খেতাব জিতেছেন। তবে শেষদিকে বিতর্কেও জড়িয়েছেন। গত বছর রিয়াল ছেড়ে  যোগ দেন লস অ্যাঞ্জেলেস এফসিতে। সেখান থেকেই অবসর নিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top