জার্মানিকে ১৯৯০ বিশ্বকাপ জেতানো ব্রেমা আর নেই
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৮

১৯৯০ সালে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে গোল করে ডিয়েগো ম্যারাডোনাদের হারিয়ে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন আন্দ্রেয়াস ব্রেমা।
৬৩ বছর বয়সে মারা গেছেন জার্মানির সাবেক এই ডিফেন্ডার। পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮টি গোল করেছেন আন্দ্রেয়াস ব্রেমা। যার ৫টি বিশ্বকাপে। এরমধ্যে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে শেষ দিকে করা একমাত্র গোলটিও আসে তার পা থেকে।
ব্রেমার জীবনসঙ্গী সুজান শেফার গতকাল রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতিতে বলেছেন, হার্ট অ্যাটাকে ‘হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে’ মারা গেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।