লাহোরকে ফাইনালে উঠিয়ে আইফোন জিতলেন রিশাদ
Nasir Uddin | প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১৭:৩৯

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়ে লাহোর কালান্দার্স ফাইনালের টিকিট পেয়েছে। আর তাদের ফাইনালে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। যিনি কেবল দলকে ফাইনালে পৌঁছাতে সাহায্যই করেননি, ম্যাচ শেষে পেয়েছেন বিশেষ পুরস্কারও—একটি আইফোন।
লাহোরের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে লাহোর তোলে ৮ উইকেটে ২০২ রানের বিশাল স্কোর। মোহাম্মদ নাঈমের ২৫ বলে ৫০ এবং কুশল পেরেরার ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস এনে দেয় লাহোরকে শক্ত ভিত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইসলামাবাদ ইউনাইটেড।
জয়ের পর ড্রেসিংরুমে শুরু হয় আরেক উৎসব। দলের মালিক সামিন রানা একে একে চারজন সেরা পারফর্মারকে ডাকেন এবং তাদের হাতে তুলে দেন আইফোন। প্রথমে সালমান মির্জা, এরপর মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরা। আর সবার শেষে ডাকা হয় রিশাদ হোসেনকে। তিনি বলেন,'তুমি সত্যিই আমাদের গর্বিত করেছ। চাপে পড়ে যেভাবে মূল ব্যাটসম্যানদের আউট করেছ, সেটা অসাধারণ। তাই তোমার জন্য রয়েছে একটি আইফোন।'
রিশাদের প্রশংসা করে লাহোরের পরিচালক সামিন রানা বলেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিল তখন তুমি ওদের মূল ব্যাটারদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’
ম্যাচে সাকিব আল হাসান থাকলেও ছিলেন বিবর্ণ। ব্যাটে-বলে কিছু করতে না পারা সাকিবের বিপরীতে রিশাদের পারফরম্যান্স যেন আলোকবর্তিকা হয়ে উঠল। আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ এখনো মাঠে নামার সুযোগ পাননি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।