জাতীয় দলে ফেরার আশা এখনও শেষ হয়নি সাকিবের
Nasir Uddin | প্রকাশিত: ২৬ মে ২০২৫, ২০:৪৩

রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি। এরপর বোলিং অ্যাকশনের সমস্যায় পড়েন তিনি। একপর্যায়ে মাঠের বাইরে চলে যেতে হয় সাবেক এই টাইগার অধিনায়কের।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে খেললেও পারফরম্যান্সে ছন্দে ছিলেন না তিনি। ফলে জাতীয় দলে তার ফেরা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না।
এসময় ইফতেখার রহমান মিঠু বলেন, ‘চ্যাপ্টার ক্লোজ’ নয়, বরং সাকিব এখনও নির্বাচকদের বিবেচনায় রয়েছেন।
তিনি বলেন, অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেললো (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।'
মিঠু আরও বলেন, 'যে কোনো দলের জন্য সে (সাকিব) বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেললো। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারবো।'
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।