সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাফুফের
Nasir Uddin | প্রকাশিত: ২৮ মে ২০২৫, ২০:২৬

ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান ও কানাডা প্রবাসী শামিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামসহ ছয়জন প্রবাসী ফুটবলার নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছে এমন চমক রেখেছেন হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা।
নিষেধাজ্ঞার কবলে থাকা সাদ উদ্দিনকে রাখা হয়েছে স্কোয়াডে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শমিত সোম। আছেন ফাহমিদুল ইসলামও। দলে নতুন মুখ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত।
আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ৪ জুন প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।
মিডফিল্ডার: হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোম।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।