নেইমার ফিরলেন, গোল করলেন, বার্তা দিলেন—আমি এখনো শেষ হইনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৬:২৭

ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়র—ইনজুরি যেন তার জীবনের নিত্যসঙ্গী। ক্লাব থেকে জাতীয় দল—সবখানেই ছন্দপতনের কারণ হয়েছে তার শারীরিক দুর্বলতা। কিন্তু অবশেষে দীর্ঘ ৫ মাস পর তিনি ফিরলেন পুরো ৯০ মিনিটের জন্য। আর ফিরেই নিজের পুরোনো ক্লাব সান্তোসকে জয় এনে দিলেন তিনি!

ব্রাজিলিয়ান সিরি আ-তে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচে নেইমার ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক মুডে। ৮৪ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন নেইমার, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল করার পর পুরোনো সতীর্থ, এখন ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপে লুইসকে উদ্দেশ্য করে কিছু বলেন নেইমার। ছিল একটু মজা, একটু রসিকতা—যেমনটা ব্রাজিলিয়ান যুবরাজ করে থাকেন সবসময়।এই ম্যাচে নেইমারের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

২টি শট অন টার্গেট, ৩টি কী পাস একাধিকবার প্রতিপক্ষের ডিফেন্স ভেঙেছেন ড্রিবলিংয়ে এই মৌসুমে ১৩ ম্যাচে ৪টি গোল করলেন নেইমার। আর তার ক্যারিয়ার অবদান এখন দাঁড়াল—৭০০ গোলে! এর মধ্যে ২৫৭টি নিজে করেছেন, করিয়েছেন ৪৪৩টি।

এই জয়ে সান্তোসের অবস্থান এখন ১৩তম, ১৪ পয়েন্ট নিয়ে। আর ফ্ল্যামেঙ্গো এখনও শীর্ষে, ২৭ পয়েন্ট নিয়ে। নেইমারের জন্য এটা শুধু একটা ম্যাচ নয়—এটা বার্তা। তিনি এখনো ফিরতে পারেন, খেলতে পারেন, এবং ম্যাচ জেতাতেও পারেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top