শাকিবের সাবেক দলসহ তিন ফ্র্যাঞ্চাইজি ফিক্সিং তদন্তে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৭:০৩

গেল বছর বিপিএলে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার কোম্পানি রিমার্ক-হারল্যানের হয়ে কেনা দলটির নাম ছিল ঢাকা ক্যাপিটালস। তবে এখন শাকিব আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত নন।
এই অবস্থার মধ্যে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ক্যাপিটালস এর নামও এসেছে সন্দেহজনক কার্যক্রমের তালিকায়। এছাড়া সিলেট ও চট্টগ্রামের দলগুলিও প্রশ্নবিদ্ধ।
শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, শাকিব দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালস বা রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এবং দল সংক্রান্ত কোনো তথ্যও তার কাছে নেই।
জানা গেছে, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বড় ধরনের শাস্তি দেওয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।