পাকিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু প্রোটিয়াদের! ৫৫ রানের বিশাল জয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:২৪
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সারির দলই যথেষ্ট ছিল পাকিস্তানকে হারানোর জন্য। রাওয়ালপিন্ডিতে ৫৫ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করল সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার রিজা হেন্ড্রিকসের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা করে প্রোটিয়ারা। মাত্র সাত ওভারেই তাদের রান দাঁড়ায় ৮৯।
মাঝে কিছুটা ধীরগতি এলেও, শেষ দিকে জর্জ লিন্ডের ২২ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংসে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলে দেয় ১৯৪ রান। জবাবে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে ফেরা বাবর আজম ফিরলেন শূন্য রানে! করবিন বোশের গতির সামনে বিভ্রান্ত হয়ে দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন তিনি। বোশ একাই ১৪ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।দিনটি ছিল অলরাউন্ডারদের।
দক্ষিণ আফ্রিকার লিন্ডে ব্যাট হাতে ৩৬ রান ও বল হাতে ৩ উইকেট নেন। পাকিস্তানের নওয়াজও ৩ উইকেট ও ৩৬ রান করলেও হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছু হয়নি।পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স দেখে দর্শকরাও মাঠ ছাড়েন ম্যাচ শেষের আগেই। এই জয়ে প্রমাণিত হলো, অভিজ্ঞতার চেয়ে আত্মবিশ্বাসই অনেক সময় বড় ভূমিকা রাখে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।