আয়ারল্যান্ডে দুয়োর মুখে নামতে প্রস্তুত রোনালদো, প্রতিশ্রুতি— ‘ভালো ছেলে’ হয়ে খেলবেন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:০৪
২০২৬ সালেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে টিকিট নিশ্চিত করতে বাছাই পর্বে লড়াইয়ে নামছে পর্তুগাল। আজ (বৃহস্পতিবার) রাতে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। ম্যাচটি হতে যাচ্ছে রোনালদোর জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং— কারণ, প্রতিপক্ষ দর্শকদের দুয়োর স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা করছেন এই পর্তুগিজ সুপারস্টার।
তবুও মাঠে শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে রোনালদো বলেন,
“এখানে ভক্তদের আমি সত্যি পছন্দ করি। তারা যেভাবে জাতীয় দলকে সমর্থন দেয়, সেটা দারুণ। আমার জন্য এখানে এসে আবার খেলা আনন্দের। অবশ্যই ম্যাচটা কঠিন হবে। আশা করব, তারা কাল খুব বেশি দুয়ো দেবে না। আমি শপথ করছি, ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করব।”
রোনালদোর এই মন্তব্যের পেছনে রয়েছে আগের দেখা থেকে জমে থাকা বিতর্ক। লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগে পর্তুগালের রুবেন নেভেস শেষ মুহূর্তে জয়সূচক গোল করার পর রোনালদো গিয়ে আইরিশ ডিফেন্ডার জেক ও’ব্রায়ানের সামনে উদযাপন করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতে আজ আয়ারল্যান্ডের দর্শকদের তীব্র প্রতিক্রিয়া আশা করা হচ্ছে।
তবে রোনালদোর মনোযোগ পুরোপুরি জয়ের দিকে। তিনি আরও বলেন,
“আমি আমার কাজটা করব— চেষ্টা করব ম্যাচটা জিততে এবং গোল করে দলকে সাহায্য করতে। আমি নিশ্চিত, এই ম্যাচ সহজ হবে না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।