আসিফ আকবরকে ৩ দিনের আলটিমেটাম! প্রতিবাদী মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:১০

সংগৃহীত

ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের মন্তব্যে এখন উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। জাতীয় ফুটবলার, কোচ এবং সংগঠকরা বুধবার সকালে রাস্তায় নেমেছেন। জাতীয় স্টেডিয়াম থেকে প্রেসক্লাব পর্যন্ত এই প্রতিবাদী মৌন মিছিল করেছেন তাঁরা। তাদের দাবি স্পষ্ট: আসিফ আকবরকে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাইতে হবে।

মিছিলে নেতৃত্বদানকারী মারুফুল হক দিয়েছেন চূড়ান্ত আলটিমেটাম। তিনি বলেছেন, আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তবে তারা মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলিও এই প্রতিবাদের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

ফুটবলারদের ব্যবহার নিয়ে করা এই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই মিডিয়াতে নানা ব্যাখ্যা দিয়েছেন আসিফ আকবর। কিন্তু তাতে সন্তুষ্ট নন প্রতিবাদকারীরা। এখন দেখার পালা, এই ৩ দিনের আলটিমেটামের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top