ভারত সফরে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন মেসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:২২
গত সপ্তাহে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। পুরো সফরটি ছিল বাণিজ্যিক এবং এ সফরের জন্য একাই ৮৯ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন লিওনেল মেসি। পুরো সফরের মোট ব্যয় ছিল প্রায় ১০০ কোটি রুপি।
কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)। বার্তা সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে। জিজ্ঞাসাবাদে শতদ্রু জানান, মেসির পারিশ্রমিকের পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে ১১ কোটি রুপি পরিশোধ করা হয়েছে। তার দাবি অনুযায়ী, মোট অর্থের ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে এবং আরও ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি থেকে।
এদিকে এসআইটি শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পায়। শতদ্রুর দাবি, এই অর্থ কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসরদের কাছ থেকে পাওয়া। তবে তদন্ত কর্মকর্তারা বিষয়টি যাচাই করে দেখছেন। গত শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসিকে একঝলক দেখার জন্য হাজার হাজার দর্শক চড়া দামে টিকিট কিনলেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাঠে নামার পর ৭০ থেকে ৮০ জন মানুষ মেসিকে ঘিরে ধরায় গ্যালারি থেকে তাকে দেখা যায়নি। এতে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্টেডিয়ামে যাওয়ার পথ থেকে ফিরে যেতে বাধ্য হন।
শতদ্রুর দাবি, শুরুতে মাত্র ১৫০টি গ্রাউন্ড পাস ইস্যু করা হয়েছিল। তবে একজন ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি’ স্টেডিয়ামে পৌঁছানোর পর সেই সংখ্যা তিন গুণ করা হয় এবং তিনি পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।