মেসির শিরোপা জয়ের মাঠ, এক টুকরার দাম আকাশছোঁয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭
ফুটবল মাঠের ঘাসও বিক্রি হতে পারে? আর যদি সেই মাঠে খেলেন লিওনেল মেসি, আর জেতেন শিরোপা— তাহলে দাম কত হতে পারে? ইন্টার মায়ামি এখন বিক্রি করছে তাদের চেজ স্টেডিয়ামের আসল ঘাস। যে মাঠে মেসি খেলেছেন, যে মাঠে ক্লাব জিতেছে ইতিহাসের প্রথম এমএলএস কাপ।
এক টুকরো ঘাসের দাম শুরু ৫০ ডলার। আর সবচেয়ে দামি প্যাকেজ— ৭৫০ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৯০ হাজারের বেশি।
কেন এমন দাম? কারণ, এই মাঠে আর খেলবে না ইন্টার মায়ামি। ২০২৬ সালে তারা চলে যাবে নতুন স্টেডিয়ামে। তাই পুরোনো মাঠের স্মৃতি ধরে রাখার আয়োজন। ঘাস থাকবে বিশেষ বক্সে। কি-চেইন থেকে শুরু করে প্রিমিয়াম ডিসপ্লে বক্স। কিছু পণ্যে থাকবে মেসি, সুয়ারেজ, দি পলের ছবিও।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।