বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চ্যাটজিপিটিতে আসছে বিজ্ঞাপন, ফ্রি ব্যবহারকারীর কথোপকথন থাকবে নিরাপদ

তথ্য প্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১১:০২

ছবি: সংগৃহীত

ওপেনএআই জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটজিপিটির ফ্রি ও চ্যাটজিপিটি গো প্ল্যান ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখতে পাবেন।

ব্যবহারকারীর নির্দেশমতো বার্তা, নিবন্ধ বা কবিতা তৈরি এবং সমস্যা সমাধানে সহায়তা দেওয়ার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় চ্যাটজিপিটি চ্যাটবটের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। তবে এআই চ্যাটবট পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবার চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করেছে ওপেনএআই।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য এই বিজ্ঞাপন চালু হবে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিজ্ঞাপন চালু হলেও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথনের গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকবে এবং কোনো অবস্থাতেই তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হবে না।

ওপেনএআই আরও জানিয়েছে, বিজ্ঞাপন প্রাসঙ্গিক ও মানসম্মত হবে এবং ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধের নিয়ন্ত্রণ পাবেন। পাশাপাশি তারা জানতে পারবেন কেন কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হচ্ছে এবং মতামত দেওয়ার সুযোগও থাকবে।

তবে চ্যাটজিপিটি প্লাস, প্রো, বিজনেস ও এন্টারপ্রাইজ সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন প্রযোজ্য হবে না। ওপেনএআই প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, বিজ্ঞাপন প্রদর্শনের ফলে চ্যাটজিপিটির উত্তরের মান বা নির্ভরযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, অনেকেই এআই ব্যবহার করতে আগ্রহী হলেও অর্থ প্রদান করতে চান না। এ বাস্তবতাকেই সামনে রেখে বিজ্ঞাপনভিত্তিক নতুন ব্যবসায়িক মডেল কার্যকর হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

সূত্র: দ্য হ্যাকার নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top