হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৭

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৭:৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হংকংয়ের জনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত হয়েছে ৭ জন। রোববার (১৫ নভেম্বর) হংকংয়ের ইয়া মা তেই আবাসিক এলাকায় এ দুঘর্টনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাত দিয়ে হংকংজিএফপি নিউজ জানায়, স্থানীয় সময় রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের খবরে পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় অনেকেই দগ্ধ হয়েছেন।

আগুনে দগ্ধ ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নিহতদের মধ্যে ৪জন পুরুষ ও ৩জন নারী।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top