বিমান হামলায় নিহত ইরানের আইআরজিসি কমান্ডার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৭:২৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইরানের বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের রেষ না কাটতেই বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) এক কমান্ডার নিহত হয়েছেন।

ইরাকের নিরাপত্তা ও স্থানীয় মিলিশিয়া কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, রেভল্যুশনারি গার্ডসের ওই কমান্ডার ইরাক-সিরিয়া সীমান্তে গত শনি-রোববারের মধ্যে নিহত হয়েছেন। তবে নিহত কমান্ডারের নাম জানা যায়নি।

আইআরজিসি কমান্ডার ছাড়াও হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। হামলার সময় তারা একটি গাড়ি করে যাচ্ছিলেন। গাড়িটি সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করার পরই বিমান হামলা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছিলেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top