যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ডের আসল দাম ফাঁস করে দিলো চীন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২৫, ১২:৪৫

যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর আড়ালের বাস্তবতা কী জানেন। শুনলে তো অবাক হয়ে যাবেন। আর সেই রহস্য উন্মোচন করে নতুন করে আলোচনায় এসেছে চীন। প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে যেন নিজেই পড়ে গেল যুক্তরাষ্ট্র।
চীন একে একে ফাঁস করে দিল তাদের লাক্সারি দুনিয়ার গোপন রহস্য। যেন বারোটা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্রের নামি-দামি ব্র্যান্ডের। শুনেই হয়তো আপনারও চোখ কপালে উঠবে। দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যযুদ্ধে এবার ভিন্ন কৌশল নিলো চীন। যেন এক চমকপ্রদ উদ্ঘাটন। দর্শক চলুন কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল আলোচনায়।
৩০ লাখ টাকায় বিক্রি করা একটি ব্র্যান্ডের ব্যাগের দাম আসলে কত জানেন। মাত্র ২১ হাজার টাকা। এমনকি ১২ হাজার টাকার আইফোন বিক্রি হচ্ছে দেড় লাখে। বাস্তবে শুধু ব্র্যান্ডের লোগো বসিয়েই হাতিয়ে নেয়া হচ্ছে উৎপাদন খরচের প্রায় ১০ গুণ বা তারও বেশি দাম।
নেটিজেনরা বলছেন, অতিরিক্ত শুল্ক আরোপ করে চীনকে টেক্কা দিতে চেয়েছিল আমেরিকা। তবে এতে হীতে বিপরীত হলো আমেরিকার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাণিজ্যে যুদ্ধে এখন নতুন মোড়। চলতি বছরের শুরুতে আমেরিকা চীনের পণ্যের উপরে শুল্ক আরোপ করে ১৪৫% পর্যন্ত। উদ্দেশ্য ছিল চীনের সস্তা পণ্য ঠেকানো, নিজের মার্কেট বাঁচানো। কিন্ত চীন পাল্টা জবাবে শুধু শুল্ক আরোপ করেনি ফাঁস করে দিয়েছে লাক্সারি ব্র্যান্ডগুলোর গোপন রহস্য।
চীনা সোশ্যাল মিডিয়া টিকটকে ভাইরাল হচ্ছে একের এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ, জুতা, জামা কত দামে তৈরি হয়।
চীন এখানেই থামেনি, তারা এখন এইসব পণ্যের নতুন সংস্করণ তৈরি করে বিক্রি করছে নিজস্ব অনলাইন মার্কেট প্লেসে। যেখানে দাম মূল ব্র্যান্ডের ১০ ভাগেরও কম। উৎপাদনের কাঁচামাল, কারিগরি এমনকি ডিজাইনও একই রকম। শুধু নেই ব্র্যান্ডের লোগো। অর্থাৎ মানুষ এতদিন যা লাক্সারি বলে চিনেছিল সেটি ছিল এক ধরনের ব্র্যান্ডের জাদু।
চীনের এই পদক্ষেপে মার্ন পণ্যের বিক্রি কী কমবে। বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মার্কিন পণ্যের বিক্রি কমাবে না, বরং তাদের ব্র্যান্ড ভ্যালুর ধারণাকে চ্যালেঞ্জ করবে। চীনের এই তথ্য ফাঁস শুধু মার্কিন বাজার না, বদলে দিচ্ছে বিশ্বের কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গি।
এই ঘটনাপ্রবাহে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। আর তা হলো —আজকের বাজারে কেবল নাম নয় বরং স্বচ্ছতা, গুণমান এবং পণ্যের প্রকৃত মূল্যই ক্রেতাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ । ভবিষ্যতের বাজার কী শুধু ব্র্যান্ড নামেই বিক্রি হবে নাকি মানই হয়ে উঠবে প্রধান বিবেচ্য—এই প্রশ্নই এখন সময়ের মুখোমুখি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।