নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড নিয়ে শাকিব খানের ‘প্রিন্স’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আসছেন নতুন সিনেমা নিয়ে—নাম ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শুক্রবার বিকেল ৪টায় একযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মোচিত হলো সিনেমাটির প্রথম পোস্টার।

পোস্টারে দেখা যায়—অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র, দুই হাতে পিস্তল উঁচিয়ে। চারপাশে ভেসে উঠেছে ঢাকার বিভিন্ন এলাকার নাম—বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর।

পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন—ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে। অন্যদিকে পরিচালক আবু হায়াত মাহমুদ লিখেছেন, প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ—প্রিন্স।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি, যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, প্রযোজক শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top