সাগরের মাঝে ভয়ানক আলকাট্রাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের
Nasir Uddin | প্রকাশিত: ৫ মে ২০২৫, ১৬:৩৯

আইন-শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ক্যালিফোর্নিয়ার উপকূলের কাছে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালু ও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সহিংস অপরাধীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আইন, শৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আলকাট্রাজ পুনরায় চালু করা হবে।’
কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে আলকাট্রাজ দ্বীপ একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি অবস্থিত।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও লিখেছেন, আজ আমি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগারের ব্যুরোকেও একত্রে সম্প্রসারিত ও পুনর্গঠিত আলকাট্রাজ পুনরায় চালু করার নির্দেশ দিচ্ছি।’
এই কারাগারে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখা হবে বলে জানান তিনি।
অভিযুক্ত গ্যাং সদস্যদের এল সালভাদরের একটি কারাগারে পাঠানোর নীতিকে কেন্দ্র করে আদালতের সঙ্গে দ্বন্দ্বে রয়েছেন ট্রাম্প। মার্চ মাসে তিনি ২০০-এর বেশি ভেনেজুয়েলান সন্দেহভাজন গ্যাং সদস্যকে সেখানে পাঠান। তিনি ‘দেশীয় অপরাধীদের’ বিদেশি কারাগারে পাঠানোর কথাও বলেছেন।
আলকাট্রাজ প্রথমে একটি নৌ প্রতিরক্ষা দুর্গ ছিল। ২০ শতকের শুরুতে এটিকে একটি সামরিক কারাগারে রূপান্তর করা হয়। ১৯৩০-এর দশকে বিচার বিভাগ এটি দখলে নিয়ে ফেডারেল বন্দিদের গ্রহণ শুরু করে। এর বিখ্যাত কয়েদিদের মধ্যে ছিলেন কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিন গান’ কেলি।
১৯৬২ সালে বার্ট ল্যাঙ্কাস্টার অভিনীত ‘বার্ডম্যান অফ আলকাট্রাজ’ চলচ্চিত্রের মাধ্যমেও বিখ্যাত হয়েছিল কারাগারটি। এছাড়াও ১৯৯৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্যা রকে’র শুটিংও হয় এই দ্বীপে। ওই মুভিতে শন কনারি ও নিকোলাস কেজ অভিনয় করেন।
ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী, কারাগারটি চালাতে অত্যধিক ব্যয় হতো বলে এটি বন্ধ করে দেওয়া হয়। দ্বীপে অবস্থিত হওয়ার কারণে এর খরচ ছিল অন্য যেকোনও ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।