ট্রাম্পের হস্তক্ষেপে নেতানিয়াহুর দুর্নীতি মামলা: ক্ষমা করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৭:০৬
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়ায় এবার সরাসরি হস্তক্ষেপ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ-কে চিঠি লিখে নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পাঁচ বছর ধরে চলমান এই মামলাগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অযৌক্তিক’।
ট্রাম্প তার দীর্ঘদিনের সহযোদ্ধা নেতানিয়াহুকে ‘দৃঢ় ও সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে প্রশংসা করেছেন। জবাবে, নেতানিয়াহু ট্রাম্পকে তার ‘অসাধারণ সমর্থনের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তবে প্রেসিডেন্ট হারজগের দপ্তর স্পষ্ট করে দিয়েছে, ক্ষমা পেতে হলে ইসরায়েলের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী অভিযুক্ত বা তার আত্মীয়কে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। অন্যদিকে, বিরোধী নেতা ইয়ায়ির লাপিদ মনে করিয়ে দিয়েছেন, ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হলো অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রকাশ। ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের তিনটি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করে চলেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।