দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের বিক্ষোভ, হাইকমিশনারকে হত্যার হুমকি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬
গত শনিবার রাতের দিকে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্রায় ২০ মিনিট হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার বলেন, “দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার ভেতরে। হিন্দু চরমপন্থি সংগঠনের ২৫ জনের দলকে সেখানে আসতে দেওয়া হয়েছে, যা সাধারণত অনুমোদিত নয়।” তিনি আরও বলেন, “সাধারণত কোনো বিক্ষোভ দল কূটনৈতিক মিশনের দিকে আসতে চাইলে পুলিশ তাদের দূরে আটকায়। কিন্তু এখানে তা হয়নি, এবং হাইকমিশনার ও তার পরিবার আতঙ্কিত হয়েছেন।”
তৌহিদ হোসেন ভারতের প্রেসনোটকে প্রত্যাখ্যান করে বলেন, “ভারতের দাবি যে শুধু ২০-২৫ জন এসে স্লোগান দিয়েছে এবং অন্য কোনো হুমকি হয়নি, তা যথার্থ নয়। আমরা শুনেছি, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশে একজন নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছেন এবং এটি সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে যুক্ত নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় জানায়, “নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০-২৫ যুবক জড়ো হয়েছিল। তারা ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে স্লোগান তুলেছিল। কোনো বেড়া ভাঙার বা নিরাপত্তা নাজুক করার চেষ্টা করা হয়নি। পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদের ছত্রভঙ্গ করে দেয়।” ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তারা বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায়, “হাইকমিশনের ভেতরে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। হাইকমিশনকে এই সংগঠিত অনুষ্ঠান সম্পর্কে আগাম তথ্য দেওয়া হয়নি। তবে ভারত সরকারের থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি আমরা লক্ষ্য করেছি।” বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে যেখানে এক হিন্দু নাগরিকের ঘটনাকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হিসেবে চিত্রিত করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতে বাংলাদেশ মিশনের সদস্য সংখ্যা কমানো হতে পারে, যদি এমন পরিবেশ পুনরায় সৃষ্টি হয়। এখন পর্যন্ত আমরা ভরসা রাখছি, ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।