কানাডায় গুলিতে নিহত ভারতীয় পিএইচডি শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪
কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী এক ভারতীয় শিক্ষার্থী। নিহতের নাম শিবাঙ্ক আবাস্থি। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল (পিএইচডি) পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
টরন্টো পুলিশ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড কিংস্টন রোড এলাকায় গুলির ঘটনার খবর পেয়ে তারা জরুরি কল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চলতি বছরে এটি টরন্টো শহরের ৪১তম হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গুলির ঘটনার পরপরই সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ।
এদিকে শিবাঙ্ক আবাস্থির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, নিহত শিক্ষার্থীর পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়, টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবরো ক্যাম্পাসের কাছে এক তরুণ ভারতীয় পিএইচডি শিক্ষার্থীর গুলিতে মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।