আবারও শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪
দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
মার্কিন গণমাধ্যম সিবিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে, গুয়েরেরো রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সান মারকোস এলাকার অদূরে।
গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, ভূমিকম্পে সেখানে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন।
অন্যদিকে রাজধানী মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, শহরে ৬০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
মেয়র ব্রুগাদা বলেন, মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হচ্ছে। তিনি স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান এবং সব সময় জরুরি ‘লাইফ ব্যাকপ্যাক’ প্রস্তুত রাখার পরামর্শ দেন।
তিনি জানান, দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ কেন্দ্র নাগরিকদের একটি জরুরি ব্যাকপ্যাক প্রস্তুত রাখতে উৎসাহিত করে। এতে টর্চলাইট, রেডিও, পানি, শুকনা খাবার, গরম কাপড় ও গুরুত্বপূর্ণ নথির ফটোকপি রাখার পরামর্শ দেওয়া হয়—যা দুর্যোগের পর প্রথম কয়েক ঘণ্টা টিকে থাকতে সহায়তা করে।
ভূমিকম্পের পর ভবন ক্ষয়ক্ষতির ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে জানিয়ে ব্রুগাদা বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেক্সিকো সিটির ৩৪টি ভবন ও ৫টি বাড়ি পরিদর্শন করা হচ্ছে।
শুক্রবার ভোরে মেক্সিকান সিসমিক অ্যালার্ট সিস্টেমের সতর্কবার্তা শোনার পর মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা এবং পর্যটকেরা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। ১৯৮৫ সালের ভয়াবহ ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির পর এই সতর্কতা ব্যবস্থা চালু করা হয়।
বিবিসি জানায়, ভূমিকম্প আঘাত হানার সময় প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বছরের প্রথম সংবাদ সম্মেলন করছিলেন। সে সময় সতর্কতা অ্যালার্ম বাজতে থাকলে তিনি বলেন, ‘কম্পন হচ্ছে’ এবং উপস্থিত সবাইকে শান্তভাবে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মেক্সিকো সিটিতে ভবন দুলতে এবং আকাপুলকোতে গাড়ি কাঁপতে দেখা গেছে।
উল্লেখ্য, মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১৭ সালে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে সেখানে ২০০ জনের বেশি মানুষ নিহত হন এবং রাজধানীতে বহু ভবন ধসে পড়ে।
ছবি: রয়টার্স
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।