বিয়ের অনুষ্ঠান শেষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জনের মৃত্যু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৩

ছবি: সংগৃহীত

রোববার (১১ জানুয়ারি) ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের রিসেপশনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নবদম্পতিও রয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

ঘটনার সময় অনেক অতিথি বাড়িতেই ছিলেন। পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের মতে, অতিথিরা ঘুমিয়ে থাকা অবস্থায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি শহরের একটি আবাসিক এলাকায় ঘটেছে। সরকারি প্রশাসক সাহিবজাদা ইউসুফ জানান, ভোরে খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং এখনো তদন্ত চলছে।

নিহত বর-এর বাবা হানিফ মাসিহ বিবিসিকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় তার স্ত্রী ও ভাবিও প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদকদের বরাত দিয়ে জানা যায়, পাকিস্তানের অনেক পরিবার প্রাকৃতিক গ্যাসের চাপ কম থাকায় এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। এই ধরনের সিলিন্ডারে গ্যাস লিকজনিত দুর্ঘটনা আগে থেকেই ঘটেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: সিবিএস নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top