রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তীব্র তুষারপাতে জনজীবন অচল, অন্তত নিহত দুই
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৫:০১
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তীব্র শীতকালীন ঝড় ও প্রবল তুষারপাতের ফলে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে ঘরবাড়ি ও রাস্তা-ঘাট পুরু বরফে ঢেকে গেছে। শহরের অনেক বহুতল ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত বরফ জমে গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, শহরে ছাদের ওপর থেকে বরফ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ওখোৎস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ কামচাটকা ও আশপাশের এলাকায় প্রবল বাতাসের সঙ্গে তুষারপাত ঘটাচ্ছে।
প্রথম মৃত্যুর খবর পাওয়ার পর পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ জরুরি অবস্থা ঘোষণা করেন। তুষার অপসারণের জন্য অতিরিক্ত জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বাড়ির ভেতরে আটকে থাকা বয়স্ক বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছেন।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি ও ইয়েলিজোভস্কি জেলায় আরও ভারী তুষারপাত হতে পারে। ঘণ্টায় ২৫ থেকে ৩০ মিটার বেগে বাতাস বইছে এবং তাপমাত্রা ০–২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল।
মেয়র বেলিয়ায়েভ ছাদ ব্যবস্থাপনা সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, তারা আগেভাগে ছাদ থেকে বরফ সরানোর উদ্যোগ নেননি। কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রী সের্গেই লেবেদেভও ছাদ থেকে ঝড়ে পড়া বরফের বিষয়ে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।