রাজধানীতে ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজার সিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ২১:১৯

রাজধানীতে ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজার সিম

প্রিয় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ।

১২ জুলাই কাগজে-কলমে অফিস খুললেও আজও চেনা রূপে ফেরেনি রাজধানী ঢাকা। গতকাল শুক্রবার ও আজ শনিবারের (১৬ জুলাই) ছুটি শেষে রোববার থেকে রাজধানীর সড়কগুলো ফিরতে পারে পুরোনো ব্যস্ততায়।

প্রতিবার ঈদ ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন এবং ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে, তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিয়ে মানুষ রাজধানীতে প্রবেশ করছে। যদিও সদরঘাটে যাত্রীর তেমন চাপ নেই। বেশির ভাগ লঞ্চ ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার ভোর থেকেই সদর ঘাট টার্মিনালে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ ভিড়তে দেখা গেছে।

বরিশাল থেকে আসা এক যাত্রী বলেন, ঠিক সময়েই লঞ্চ ছেড়েছে। তবে যাত্রী খুব বেশি নেই। পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়ক পথে ঢাকায় ফিরছেন।

এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে প্রায় একই ধরনের চিত্র। সোমবার বিকেল থেকে যাত্রী নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে দেশের বিভিন্ন অঞ্চলের বাস। তবে এসব বাসে যাত্রী ছিল খুব কম।

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি কাটিয়ে বিভিন্ন মাধ্যমে ঢাকায় ফিরে আসছে। আশা করা যাচ্ছে রোববার (১৭ জুলাই) ঢাকায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে গেছেন ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ব্যবহারকারী। ঈদের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) এবং ঈদের পরের দুইদিন অর্থাৎ সোমবার (১১ জুলাই) ও মঙ্গলবার (১২ জুলাই) ঢাকার বাইরে যাওয়া মোবাইল অপারেটরগুলোর সিমের হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এদিকে আজ শনিবার মন্ত্রী ঢাকায় সিম ফেরার যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা যায় ঈদের পরের চারদিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ঢাকায় ফিরে এসেছে। এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে ঈদের পরের চারদিনে ঢাকায় ফেরা সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন এবং কতজন ঢাকায় ফিরেছেন তা সঠিক বলা যাচ্ছে না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top