তৃতীয় দিনের কর্মবিরতিতে ঢামেক ইন্টার্ন চিকিৎসরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২২, ০৪:৩০
কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনায় শনিবার (১৩ আগস্ট) তৃতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে হাসপাতালে চিকিৎসাসেবায় সরাসরি কোনো প্রভাব না পড়লেও দায়িত্বরত চিকিৎসকের ওপর বাড়তি চাপ পড়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সঙ্গে বৈঠক করেছেন ঢামেক হাসপাতাল পরিচালক।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. মহিউদ্দিন জিলানী বলেন, ‘দুপুরে পরিচালকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে পরিচালক বলেছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তার। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’
ডা. জিলানী বলেন, ‘যারা আমাদের সহকর্মী ডা. সাজ্জাদের ওপর হামলা করেছে, তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। আমরা শিগগিরই পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব।’
ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের আশ্বস্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এটি সমাধানের দ্বারপ্রান্তে চলে এসেছি। থানা পুলিশ জানিয়েছে, কয়েকজনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিগগিরই মূল আসামিকে ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।’
এই কর্মবিরতিতে হাসপাতালের রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে কি না–এ বিষয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত রোগীদের সেবায় কোনো প্রভাব পড়েনি। আমাদের হাসপাতালে এক হাজার অনারেবল মেডিকেল অফিসার (এইচএমও) আছেন। এ ছাড়া ইনডোর মেডিকেল অফিসার (আইএমও)-সহ রেসিডেন্সিয়াল সার্জন রয়েছেন। তারা সার্বক্ষণিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তবে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় এসব চিকিৎসকের ওপর বাড়তি কিছুটা চাপ পড়েছে।’
বিষয়: ঢামেক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।