নতুন টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগে বিএনপি, জানালেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৭:৩০

বাংলাদেশের টেলিকম খাতে আসছে নতুন নীতিমালা। আর এই প্রস্তাবিত নীতিমালা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন—জাতীয় গুরুত্বপূর্ণ এই খাতে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়।
বৃহস্পতিবার, গুলশানে এক সংবাদ সম্মেলনে ‘ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তিনি। ফখরুল বলেন, এই নীতির মূল লক্ষ্য—গ্রামীণ জনগণকে ডিজিটাল অন্তর্ভুক্তি, কিন্তু এতে বড় কোম্পানিগুলোর পক্ষে পক্ষপাতমূলক ধারা রয়েছে।
এসএমই ও ছোট আইএসপি কোম্পানিগুলো পিছিয়ে পড়বে—এমন আশঙ্কাও তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, ডি-রেগুলেশন বা নিয়ন্ত্রণ শিথিল হলে বড় মোবাইল কোম্পানিগুলো বাজারে একচেটিয়া আধিপত্য করতে পারে। ক্রস-ওনারশিপ স্পষ্ট না থাকায় তৈরি হবে অস্পষ্টতা। স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন প্রযুক্তি নিয়ে নেই কোনো দিকনির্দেশনা।
আরও বলেন, বিদেশি মালিকানার শর্ত অস্পষ্ট, যা বিনিয়োগ নিরুৎসাহিত করতে পারে। বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে—এই খসড়া নীতিমালার পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক বিশ্লেষণ হোক, আর প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠনসহ সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করা হোক।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে একতরফা সিদ্ধান্ত জনগণের আস্থা নষ্ট করবে—বলছেন ফখরুল। বিএনপির বক্তব্য—টেলিকম নীতি যেন হয় স্বচ্ছ, অংশগ্রহণমূলক আর যেন সব পক্ষের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।