মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ১২:১৯
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে কে বা কারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, “রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে আমাদের কাছে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে আমরা ইতোমধ্যেই আইনের আওতায় তদন্ত শুরু করেছি।”
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।