রাজধানীতে রাতভর বাসে আগুন: যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাস পুড়ে ছাই
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:১১
রাজধানী ঢাকায় রাতভর তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগানো হয়। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, রাত পৌনে একটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে এবং দুইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ভোর চারটার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের একটি বাসেও আগুন লাগে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, কাজলা টোল প্লাজার কাছে রাইদা পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে—এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য দুটি ঘটনায় এখনো কারণ জানা যায়নি।
সংস্থাটি জানায়, যেসব তিনটি বাসে আগুন লেগেছে, সেগুলোতে কোনো যাত্রী ছিল না; সবগুলোই পার্কিং অবস্থায় ছিল।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে থেকেই রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিন ও রাতে ঢাকার বিভিন্ন এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া ছাড়াও ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী পুরো রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।