মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের স্মৃতি তুলে ফেসবুকে আবেগঘন পোস্ট মেয়ের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর আলোচনায় এসেছে অতীতের আরেক মানবতাবিরোধী অপরাধের মামলা। সেই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া নিজের পারিবারিক অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বাবার রায় ঘোষণার দিন থেকে শুরু করে পরিবারের ওপর চাপ, উদ্বেগ, এবং রায়ের পরবর্তী পরিস্থিতির স্মৃতি উল্লেখ করেন।

রাবেয়া লেখেন, বাবার রায় ঘোষণার সময় তিনি জীবনসঞ্জাতার প্রাথমিক পর্যায়ে ছিলেন। সে সময় বাসায় পুলিশি অভিযান, ভাইদের পলাতক জীবন এবং পরিবারের অস্থিরতার মাঝেও সন্তানধারণের খবরটি তাঁদের একমাত্র আশার আলো ছিল।

তিনি আরও উল্লেখ করেন, বাবার আইনজীবী আরমানের মাধ্যমে পরিবার মাঝে মাঝে খবর পেত। আন্তর্জাতিক চাপ বাড়ছিল এবং মীর কাসেম আলীর বয়স ও ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছিল বলে তিনি দাবি করেন। তবু শেষ পর্যন্ত ফাঁসির রায় তাঁদের সব আশাকে নিভিয়ে দেয়।

রাবেয়ার ভাষায়, বাবার ফাঁসির খবর শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রায় ঘোষণার পর কারাগার থেকে বের করার সময় মীর কাসেম আলী বিজয়ের চিহ্ন দেখালেও পরিবারকে অল্প সময়ের মধ্যেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়।

তিনি অভিযোগ করেন, রায় ঘোষণার পর বাবাকে অত্যন্ত সংকীর্ণ একটি ভ্যানে করে সরাসরি কনডেম্নড সেলে নেওয়া হয়। আইনজীবী আরমান কারা ফটকের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন—এ দৃশ্য তাঁর কানে দীর্ঘদিন ধরে বাজছিল বলেও রাবেয়া লিখেছেন।

স্ট্যাটাসের শেষে তিনি জানান, তীব্র মানসিক চাপে পড়ে তিনি তার গর্ভস্থ সন্তানকেও হারান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top