মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শাড়িতে অপু বিশ্বাস, ভক্তদের মুগ্ধতা ছুঁয়ে গেলো সোশ্যাল মিডিয়ায়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৪:১১

সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবার নেটিজেনদের নজর কেড়েছেন শাড়িতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীর উপস্থিতি মুহূর্তে আলোড়ন তৈরি করেছে। ভক্তরা তার লুককে ‘নান্দনিক ও রাজকীয়’ হিসেবে বর্ণনা করছেন।

ছবিতে অপু বিশ্বাসকে দেখা গেছে হালকা ক্রিম রঙের ফুলেল নকশার শাড়িতে। নরম রঙ ও সূক্ষ্ম কারুকাজ তার লুককে পরিমিত, মার্জিত ও রুচিশীল করে তুলেছে। গাঢ় বর্ডারের ব্যবহার পুরো সাজে ভারসাম্য এনেছে। হাতে লাল-সোনালি চুড়ি, আঙুলে স্টেটমেন্ট আংটি এবং কানে ঝুলন্ত দুল মিলিয়ে বাংলাদেশের ঐতিহ্য ও আধুনিক গ্ল্যামের সুন্দর সমন্বয় ফুটে উঠেছে।

ন্যাচারাল লিপ শেড, কপালে ছোট টিপ, স্লিক বান করে আঁচড়ানো চুল এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি ছবিটিকে আরও প্রাণবন্ত করেছে। কালো ব্যাকগ্রাউন্ডের সামনে আলো-ছায়ার খেলাও পুরো কম্পোজিশনকে নাটকীয় ও শিল্পসম্মত করেছে।

ছবি প্রকাশের পর ভক্তরা লিখেছেন, ‘শাড়িতে অপু মানেই আলাদা এক মুগ্ধতা’ এবং ‘এটাই আসল বাঙালি সৌন্দর্য’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top