বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

দেশজুড়ে ভূমিকম্পের হালনাগাদ: রাজধানীতেও অনুভূত হালকা কম্পন

স্টাফ রিপোর্টার: | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কেঁপে ওঠায় নগরবাসীর মাঝে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর বরাতে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৩০ কিলোমিটার এবং রিখটার স্কেলে মাত্রা ৪.১।

তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়—
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬° উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১° পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা ৩৫ কিলোমিটার।

উপকূল থেকে কেন্দ্রস্থল দূরে থাকায় এই ভূমিকম্প বাসিন্দারা টের পাননি।

বিশেষজ্ঞদের মতে, হালকা মাত্রার এসব কম্পন ভূ-প্লেটের স্বাভাবিক নড়াচড়ার অংশ হলেও নিয়মিত ভূমিকম্প সচেতনতা জরুরি। দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পরিস্থিতি নজরে রেখে কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top