আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ০৯:২২
কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন মার্কেটে প্রতিদিনই মানুষের ভিড় থাকে। তবে অনেক সময় নির্দিষ্ট দিনে কিছু এলাকা ও শপিংমল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি—আজ মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা নিচে তুলে ধরা হলো।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মনিপুরীপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।
যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্চিড প্লাজা।
তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট এলাকার মার্কেট খোলা আছে কি না, তা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।