আজ শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৮
প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরে বেড়ানোর পরিকল্পনা করতে চাইলে আগে থেকেই জেনে নেওয়া জরুরি কোন মার্কেট খোলা আছে আর কোনগুলো বন্ধ। বিশেষ করে শুক্রবার অনেক এলাকাতেই সাপ্তাহিক ছুটির কারণে মার্কেট বন্ধ থাকে। তেমনি কিছু বিনোদনকেন্দ্রও নির্দিষ্ট দিনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে না।
আজ শুক্রবার, ৫ ডিসেম্বর, ঢাকা শহরের যেসব মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে সেগুলো নিচে তুলে ধরা হলো—
আজ যে মার্কেটগুলো বন্ধ থাকবে
রাজধানীর নিম্নোক্ত বাজার ও মার্কেটগুলো শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে—
-
আজিমপুর সুপার মার্কেট
-
গুলিস্তান হকার্স মার্কেট
-
ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
-
শ্যামবাজার পাইকারি দোকান
-
সামাদ সুপার মার্কেট
-
রহমানিয়া সুপার মার্কেট
-
ইদ্রিস সুপার মার্কেট
-
দয়াগঞ্জ বাজার
-
ধূপখোলা মাঠ বাজার
-
চকবাজার
-
বাবুবাজার
-
নয়াবাজার
-
কাপ্তানবাজার
-
রাজধানী সুপার মার্কেট
-
দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
-
ইসলামপুর কাপড়ের দোকান
-
ছোট কাটারা
-
বড় কাটারা হোলসেল মার্কেট
-
শারিফ ম্যানসন
-
ফুলবাড়িয়া মার্কেট
-
সান্দ্রা সুপার মার্কেট
-
যেসব বিনোদনকেন্দ্রে আজ যাবেন না
শুক্রবার পরিবারের সঙ্গে শহরের কোনো জাদুঘর বা বিনোদনকেন্দ্রে যাওয়ার পরিকল্পনা থাকলে জেনে নিন কোনগুলো আজ বন্ধ
বন্ধ থাকবে যেসব জাদুঘর ও কেন্দ্র
-
সামরিক জাদুঘর (বিজয় সরণি)
-
সময়সূচি: প্রতিদিন সকাল ১০:৩০–বিকেল ৪টা
-
বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার
-
-
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)
-
বন্ধ: বৃহস্পতিবার ও শুক্রবার
-
-
শিশু একাডেমি জাদুঘর
-
বন্ধ: শুক্রবার ও শনিবার
-
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।