রোজার সওয়াব থেকে বঞ্চিত হতে হয় যেসব কারণে

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১৬:৫২

ছবি: সংগৃহীত

রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। রোজা রাখার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।

রমজানের ব্যাপারে যারা গাফেল তারা ক্ষতিগ্রস্ত। রোজা মানুষের গুনাহকে ধুয়েমুছে দেয়। রাসুলুল্লাহ (স.) বলেন, যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। (বুখারি: ১৯০১) 

আল্লাহতায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন: তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার। সুরা বাকারাহ: ১৮৩।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা.)বলেছেন: “যে ব্যক্তি পাপ, মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতাসুলভ ও অজ্ঞতামুলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোন প্রয়োজন নেই। বুখারি।

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top