যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন পোপ
রায়হান রাজীব | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪, ১৫:০২
অস্ত্র কখনো শান্তি আনতে পারে না বলে মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খ্রিস্টানের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ঐতিহ্যবাহী ইস্টার সানডে’র বার্তায় গাজা ভূখন্ড এবং ইউক্রেইনে যুদ্ধবিরতির আহ্বান জানান ক্যাথলিক ধর্মগুরু। পোপ ফ্রান্সিস বলেন, অস্ত্র দিয়ে শান্তি আনা যায় না।
ভ্যাটিকানে ইস্টার সানডে’র সমাবেশে দেওয়া ভাষণে পোপ বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দুহাত বাড়িয়ে দিয়ে এবং খোলা মনে শান্তি আনা যায়; অস্ত্র দিয়ে তা কখনও আনা যায় না। পোপের ভাষণ শুনতে এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ছিল হাজার হাজার মানুষ।
পোপ বলেছেন, তাদের চোখে আমরা কতটা দুর্ভোগ দেখছি! ওই চোখ দিয়ে তারা আমাদেরকে জিজ্ঞেস করছে কেন? এতসব মৃত্যু কেন? এতসব ধ্বংস কেন? যুদ্ধ সবসময়ই অযৌক্তিক এবং একটা পরাজয়।
ইস্টার খ্রিস্টানদের জন্য একটি প্রধান উৎসব। তারা যীশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে এ দিনটি উদযাপন করে। খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে যে, যিশুর পুনরুত্থান পাপ এবং মৃত্যুর উপর তার বিজয়ের প্রতীক।
গুড ফ্রাইডেতে রোমানরা যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার তিন দিন পর ইস্টার হয়েছিল বলে মনে করা হয়। খ্রিষ্টের মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ, রোববার তিনি জেগে উঠেছিলেন।
বড়দিনের মতো ইস্টার সানডে নির্দিষ্ট কোনও তারিখে পালিত হয় না। বলা হয় , ২১ মার্চের পর যখন আকাশে প্রথম দেখা যায় পূর্ণ চাঁদ, তার পরের রোববার পালন করা হয় ইস্টার। মূলত গ্রেগরিয়ান এবং জুলিয়ান ক্যালেন্ডারসহ বেশ কয়েকটি দিনপঞ্জিকার হিসাব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা মার্চের শেষদিক এবং এপ্রিলের শুরু থেকে ৮ মে’র মধ্যে যে কোনও সময় হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।