মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আমির হামজার ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৩:২৩

সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা দেশের বিভিন্ন প্রান্তে তার ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, দেশের সার্বিক পরিস্থিতি ও নিজের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।”

প্রসঙ্গত, এদিন বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর পর মুফতি আমির হামজা ফেসবুকে লিখেছেন, “আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top