এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ জুলাই ২০২৪, ১৫:২২
ক্যারিয়ারে নতুন এক উচ্চতায় পা রাখতে যাচ্ছেন সাথীরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে আসন্ন নারী এশিয়া কাপ ২০২৪ এর দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন তিনি নিজেই।
পোস্টে জেসি লিখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।’
গেল মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ারকে নিয়োগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেসি ছাড়া বিসিবির নিয়োগ পাওয়া অন্যজন হলেন মিশু চৌধুরি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।